দ্বাদশ বিশ্বকাপের সেরা খেলোয়াড় উইলিয়ামসন

4496

লর্ডস (লন্ডন), ১৫ জুলাই ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ১০ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৮২ দশমিক ৫৭ গড়ে ৫৭৮ রান করেছেন উইলিয়ামসন। পাশাপাশি তার চৌকস অধিনায়কত্ব চমকে দেয় বিশ্বকে। তার নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনালে সেরা নৈপুন্য প্রদর্শন করে নিউজিল্যান্ড। ভাগ্য ও আইসিসি অদ্ভুত নিয়মের মারপ্যাচে শেষ পর্যন্ত শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে কিউইরা।
১৯৭৫ সালে বিশ্বকাপ শুরু হলেও ১৯৯২ সাল থেকে নির্ধারন করা হয় বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
বিশ্বকাপের ইতিহাসে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের তালিকা :
বিশ্বকাপ ম্যাচ সেরা পারফরমেন্স
১৯৯২ মার্টিন ক্রো (নিউজিল্যান্ড) ৪৫৬ রান
১৯৯৬ সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা) ২২১ রান ও ৭ উইকেট
১৯৯৯ ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা) ২৮১ রান ও ১৭ উইকেট
২০০৩ শচীন টেন্ডুলকার (ভারত) ৬৭৩ রান ও ২ উইকেট
২০০৭ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ২৬ উইকেট
২০১১ যুবরাজ সিং (ভারত) ৩৬২ রান ও ১৫ উইকেট
২০১৫ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২২ উইকেট
২০১৯ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৫৭৮ রান