ফাইনালের সেরা খেলোয়াড় স্টোকস

11584

লর্ডস (লন্ডন), ১৫ জুলাই ২০১৯ (বাসস) : গতকাল শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শিরোপা নির্ধারনী ম্যাচে বল হাতে পুরোপুরি ব্যর্থ হলেও, ব্যাট হাতে ৮৪ রানের অনবদ্য এক ইনিস খেলেন তিনি। তার এমন ব্যাটিং দৃঢ়তায় হারতে বসা ফাইনাল ম্যাচ টাই করে সুপার ওভারে নিয়ে যেতে পারেন স্টোকস। ৫টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। এছাড়া সুপার ওভারে ৩ বলে ৮ করেছেন। তাই বিচারকদের বিবেচনায় ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন স্টোকস।
বিশ্বকাপের ইতিহাসে ফাইনালের সেরা খেলোয়াড়দের তালিকা :
বিশ্বকাপ ম্যাচ সেরা পারফরমেন্স
১৯৭৫ ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ) ব্যাটিং : ১০২
১৯৭৯ ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ব্যাটিং : ১৩৮*
১৯৮৩ মহিন্দর অমরনাথ (ভারত) বোলিং : ৩/১২, ব্যাটিং : ২৬
১৯৮৭ ডেভিড বুন (অস্ট্রেলিয়া) ব্যাটিং : ৭৫
১৯৯২ ওয়াসিম আকরাম (পাকিস্তান) ব্যাটিং : ৩৩, বোলিং : ৩/৪৯
১৯৯৬ অরবিন্দ ডি সিলভা (শ্রীলংকা) বোলিং : ৩/৪২, ব্যাটিং : ১০৭*
১৯৯৯ শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) বোলিং : ৩/৩৬
২০০৩ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ব্যাটিং : ১৪০*
২০০৭ এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) ব্যাটিং : ১৪৯
২০১১ মহেন্দ্র সিং ধোনি (ভারত) ব্যাটিং : ৯১*
২০১৫ জেমস ফকনার (অস্ট্রেলিয়া) বোলিং : ৩/৩৬
২০১৯ বেন স্টোকস (ইংল্যান্ড) বোলিং : ০/২০, ব্যাটিং : ৮৪*