ফিলিপাইনে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ জনের প্রাণহানি

406

ম্যানিলা, ১৯ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেল ও ক্যাসিনো কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আগুন লাগার ২৪ ঘন্টা পরও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস সদস্যদের ২২ তলা বিশিষ্ট ওয়াটারফ্রন্ট ম্যানিলা প্যাভেলিয়ন নামের ভবনটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে বেগ পেতে হচেছ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোন কারন বলা হয় নি।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নিহত ৫ জন হোটেল কর্র্মী।
আগুন লাগার পর হোটেল ও ক্যাসিনোতে অবস্থানরত তিনি শতাধিক অতিথিকে উদ্ধারকর্মীরা নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়।
মেট্রো ম্যানিলা উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রধান জজো গার্সিয়া বলেন,“ভবনটির কোন রুমে আর লোক নেই। যদিও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির সকল ফ্লোরে প্রবেশ করতে পানে নি।”
তিনি বলেন, প্রচন্ড ধোঁয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।