রেকর্ড বইয়ে অধিনায়ক উইলিয়ামসন

270

ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : ক্রিকেট বিশ্বকাপে এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এতদিন ৫৪৮ রান নিয়ে শ্রীলংকার মাহেলা জয়া বর্ধনের সঙ্গে যৌথভাবে এ তালিকার শীর্ষে ছিলেন উইলিয়ামসন। তবে চলতি বিশ্বকাপের ফাইনালে আজ ৩০ রান করে এককভাবে তালিকার শীর্ষ স্থানটি নিজের করে নিলেন এ তারকা ব্যাটসম্যান। বিশ্বকাপে এক আসরে অধিনায়ক হিসেবে এখন ১০ ম্যাচে ৯ ইনিংসে উইলিয়ামসনের রান সংখ্যা ৫৭৮। তবে জয়াবর্ধন খেলেছেন ১১ ইনিংস।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতোমধ্যেই অনেক রেকর্ডের মালিক বনে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আইসসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ফাইনালে আজ লর্ডসে নিজ ক্যারিয়ারে আরেকটি পালক সংযোজন করলেন কিউই অধিনায়ক। চলতি বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দিয়ে বলতে গেলে এককভাবেই দলকে ফাইনালে টেনে তুলেছেন তিনি।
বিশ্বকাপের এক আসরে পাঁচশ’র বেশি রান করা চার অধিনায়কের একজন উইলিয়ামসন। এছাড়া এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা দ্বিতীয় খেলোয়াড়ও তিনি। ২০০৩ আসরে তিন সেঞ্চুরি করে এ তালিকার শীর্ষে আছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উইলিয়ামসনের সেঞ্চুরি দুইটি।
সতীর্থ রস টেইলরের পর এক আসরে পাঁচশ’র বেশি রান করা নিউজিল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড়ও উইলিয়ামসন।
ক্রিকেট বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী অধিনায়কদের তালিকা:
সন খেলোয়াড় ম্যাচ ইনিংস রান ১০০ ৫০
২০১৯ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ১০ ৯ ৫৭৮ ২ ২
২০০৭ মাহেলা জয়াবর্ধনে(শ্রীলংকা) ১১ ১১ ৫৪৮ ১ ৪
২০০৭ রিকি পন্টিং(অস্ট্রেলিয়া) ১১ ৯ ৫৩৯ ১ ৪
২০১৯ এ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ১০ ১০ ৫০৭ ২ ৩
২০১৫ এবি ডি ভিলিয়ার্স (দ:আফ্রিকা) ৮ ৭ ৪৮২ ১ ৩
২০০৩ সৌরভ গাঙ্গুলি ১১ ১১ ৪৬৫ ৩ ০
২০১১ কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ৯ ৮ ৪৬৫ ১ ৩
১৯৯২ মার্টিন ক্রো (নিউজিল্যান্ড) ৯ ৯ ৪৫৬ ১ ৪
২০০৭ গ্রায়েম স্মিথ (দ:আফ্রিকা) ১০ ১০ ৪৪৩ ০ ৫