ডারফুরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বঙ্গবন্ধু হল সম্মেলন কক্ষ উদ্বোধন

235

ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : সুদানের ডারফুরে শান্তিরক্ষী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সম্মেলন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
আজ ডারফুরের জাতিসংঘ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশন হাইব্রিড মিশন ইন ডারফুর (ইউএনএএমআইডি) প্রধান যিরমিয় মামাবোলো আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু হল’ এই সম্মেলন কক্ষ উদ্বোধন করা করেন।
এ সময় অনুষ্ঠানে মিশনের ফোর্স কমান্ডার জেনারেল রিওনার্ড এনগন্ডি, পুলিশ কমিশনার সুলতান তিমুরিসহ ইউএনএএমআইডি জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে মামাবোলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রশংসা করেন।
মিশনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া বাসসকে বলেন, বিদেশে কোন শান্তিরক্ষী মিশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সম্মেলন কক্ষের নামকরণ এটিই প্রথম।