শেখ হাসিনা ও লী’র মধ্যে আলোচনা শুরু

369

ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক-ইয়োনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সূত্র জানায়, ‘দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা বিকেল সাড়ে চারটার দিকে শুরু হয়েছে।’
সূত্র আরো জানায়, বৈঠকের আগে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে একই স্থানে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, প্রধানমন্ত্রী বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে লি নাক-ইয়োনকে অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, কূটনীতি ও সংস্কৃতি ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে।
কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কেওটিআরএ) এবং কোরিয়া কোরিয়া ন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যাকাডেমি অব সাউথ কোরিয়া ও ফরেন সার্ভিস এ্যাকাডেমি অব বাংলাদেশ এর মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হতে পারে।
সূত্রগুলো আরো জানায়, ‘দেশ দুটি সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি দলিলে স্বাক্ষর করবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
শনিবার বিকেলে দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী তিন দিনের এক সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লী-কে অভ্যর্থনা জানান।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে, লী নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, জনগণের সাথে জনগণের যোগাযোগ ও সংস্কৃতিক বিনিময়ের দিকগুলোর সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করতে পারেন।