বাসস দেশ-১০ : সব জেলায় জয়িতা ভবন নির্মাণ করা হবে : চুমকি

223

বাসস দেশ-১০
চুমকি-জয়িতা
সব জেলায় জয়িতা ভবন নির্মাণ করা হবে : চুমকি
ঢাকা, ২০ জুন, ২০১৮ (বাসস) : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, উদ্যোক্তা নারীদের জন্য দেশের সব জেলায় একটি করে জয়িতা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আজ কুষ্টিয়া জেলার পকুমারখালীর কুমারখালী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫৫ বৎসর পূর্তি ও সাবেক শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,নারীর উন্নয়নের লক্ষ্যে দেশের ২ কোটি নারী উদ্যোক্তাকে ফ্যাশন ডিজাইন, মোবাইল সার্ভিসিং, বিউটি ফিকেশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন,নারী শিক্ষার প্রসারের কারনে একজন শিক্ষিত নারী ঘরে বাইরে উন্নয়নে অবদান রাখছে। এরই ধ্রাাবাহিকতায় দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. নাসরিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা প্রশাসক জহির রায়হান, কুষ্টিয়ার মেয়র শামসুজ্জামান তরুন।
বাসস/সবি/এসএস/১৬২৫/-অমি