বাজিস-১৪ : পানিসম্পদ সচিবের তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন

250

বাজিস-১৪
পানিসম্পদ সচিব-তিস্তা ব্যারেজ-পরিদর্শন
পানিসম্পদ সচিবের তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন
লালমনিরহাট, ১৩ জুলাই, ২০১৯ (বাসস) : পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার আজ দুপুরে জেলার হাতিবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন।
পরে তিনি সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
আজ শনিবার দুপুর ২ টায় বন্যা পরিস্থিতি সরজমিনে দেখতে জেলার হাতীবান্ধা উপজেলার ডালিয়ায় আসেন কবির বিন আনোয়ার। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি বন্যা পরিস্থিত পর্যবেক্ষণ করেন।
পরে পানি সম্পদ সচিব ডালিয়ায় তিস্তা ব্যারেজ প্রকল্পের রেস্টহাউজ ‘অবসর’এ স্থানীয় কর্মকর্তা ও সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় পানি সম্পদ সচিব বলেন, তিস্তা ব্যারেজ থেকে তিস্তা রেলওয়ে সেতু পর্যন্ত নদীর দুইপাড়ে প্রায় ১০২ কিলোমিটার বাঁধ ও রাস্তা নির্মান করা হবে। তিস্তা নদীর দু’ধারে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আগামীকাল রবিবার থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ শিবির খোলা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তিস্তা নদী থেকে সরকারিভাবে বালু মহল ও নুড়িপাথর উত্তোলনে ইজারা পদ্ধতি চালু করা হবে।
মতবিনিময়ে রংপুরের বিভাগীয় কমিশনার, লালমনিরহাট ও নীলফামারীর জেলা প্রশাসকগণ, লালমনিরহাট, নীলফামারী ও তিস্তা ব্যারেজে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরাসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৩০/এমকে