আইনগতভাবে হাউজিং প্রকল্পগুলোকে জমি ক্রয়ের উদ্যোগ নিতে হবে : ভূমিমন্ত্রী

215

ঢাকা, ২০ জুন, ২০১৮ (বাসস) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পূর্বানুমতি নিয়ে আইনগতভাবে হাউজিং প্রকল্পগুলোকে জমি ক্রয় করার উদ্যোগ নিতে হবে।
ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত বিভিন্ন হাউজিং প্রকল্পের অভ্যন্তরিস্থ সরকারি জমি উদ্ধার সংক্রান্ত এক সভায় ভূমিমন্ত্রী আজ এ কথা বলেন।
সভায় ভূমিমন্ত্রী সভাপতিত্ব করেন। এতে হাউজিং প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্ধারিত সিলিং-এর বাইরে হাউজিং প্রকল্পের জমি ক্রয় করা যাবে না।
তিনি বলেন, সরকারি জমি জবর দখল বা অপব্যবহার না করে সেগুলোকে জনস্বার্থে সরকারকে উদ্ধার কাজে সহায়তা করতে হবে।
শামসুর রহমান শরীফ জেলা প্রশাসকদের কাছ থেকে সারাদেশের হালনাগাদ খাস জমির তথ্য নিয়ে হাউজিং প্রকল্পের অভ্যন্তরে থাকা সরকারি জমির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্ম-সচিব শামস্-আল মুজাদ্দেদ এবং বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, নাভানা রিয়াল এস্টেট, ইউনাইটেড ল্যান্ড পূর্বাচল সিটি ও বিশ্বাস বিল্ডার্স-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।