যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন কোচ হলেন মোরে

196

নয়াদিল্লী, ১৩ জুলাই ২০১৯ (বাসস) : যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কিরন মোরে। সাবেক কোট পুবুডু ডেসানায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন মোরে। যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাথে বনিবনা না হওয়ায় ৪৯ বছর বয়সী ডেসানায়েকে পদত্যাগের ঘোষণা দিলে পদটি শূন্য হয়।
এর আগে ডেসানায়েকের সাথে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তবে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়। ডেসানায়েকের অধীনে এপ্রিলে যুক্তরাষ্ট্র হংকংকে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২’এ পরাজিত করে ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছিল। এর আগে ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুক্তরাষ্ট্র বিশেষ ওয়ানডে স্ট্যাটাস লাভ করেছিল।
শ্রীলংকা ও কানাডার নাগরিক ডেসানায়েকে এর আগে কানাডা ও নেপালের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে ৪৯ টেস্ট ও ৯৪টি ওয়ানডে খেলা মোরে ভারতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। আইপিএল’এ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক পরামর্শক হিসেবে দলের সাথে ছিলেন।