বাসস ক্রীড়া-৮ : পানামার বিপক্ষে ইংলিশ মিডফিল্ডার ডেলে আলির খেলা নিয়ে শঙ্কা

148

বাসস ক্রীড়া-৮
ফুটবল-বিশ্বকাপ
পানামার বিপক্ষে ইংলিশ মিডফিল্ডার ডেলে আলির খেলা নিয়ে শঙ্কা
মস্কো, ২০ জুন, ২০১৮ (বাসস) : রোববার পানামার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিডফিল্ডার ডেলে আলির খেলা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে থ্রি লায়ন্সদের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আলি।
টটেনহ্যামের এই মিডফিল্ডারের পরিবর্তে ৮০ মিনিটে রুবেন লোফটাস-চিককে নামাতে বাধ্য হন ইংলিশ কোচ গ্যারেথ সাউথ গেট। প্রথমার্ধেই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন আলি। ঐ সময় মাঠেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। সাউথগেট সে সময় ফাবিয়ান ডেলফকে নামানোর সিদ্ধান্ত নিলেও আলি খেলা চালিয়ে যাবার সঙ্কেত দেন।
মঙ্গলবার সকালে রেপিনোতে অনুশীলন সেশনে ইংল্যান্ড মেডিকেল টিম আলিকে স্ক্যানের জন্য হাসপাতালে প্রেরণ করেন। স্ক্যান রিপোর্টে অবশ্য ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় বলেই ধরা পড়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ইংল্যান্ডের ফিজিও জানিয়েছেন আগামী ২/৩দিন আলিকে অনুশীলন না করার পরামর্শ দেয়া হয়েছে। আর সে কারনেই পানামার বিপক্ষে ম্যাচে তার খেলা এখনও নিশ্চিত নয় বলেই ইঙ্গিত পাওয়া গেছে।
সময়মত নিজের ফিটনেস প্রমানে আলি যদি ব্যর্থ হন তবে সাউথগেটের বিবেচনায় মূল একাদশে আসতে পারেন চেলসি মিডফিল্ডার লফটাস-চিক। তবে অধিনায়ক হ্যারি কেনের পিছনে ম্যানচেস্টার ইউনাইটেডের জেসে লিনগার্ডকেও উঠিয়ে আনা হতে পারে।
বাসস/নীহা/১৪২০/স্বব