সিসিলিতে ৫২২ অভিবাসী নিয়ে ইতালির উপকূলরক্ষী জাহাজের অবতরণ

343

রোম, ২০ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ইতালির উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ৫২২ জন অবৈধ অভিবাসী নিয়ে মঙ্গলবার রাতে বন্দর নগরী সিসিলিতে পৌঁছেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে গত সপ্তাহে লিবিয়ার উপকূলের অদূর থেকে মার্কিন নৌবাহিনী উদ্ধার করেছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর ইতালি টুইট বার্তায় জানায়, ‘ডিসিওটি জাহাজটি শেষপর্যন্ত ৫২২ আরোহী নিয়ে নিরাপদেই পোজালো দ্বীপে পৌঁছেছে।’
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি জানায়, ‘এদেরকে কয়েকটি অভিযানে উদ্ধার করা হয়েছে। ৪২ জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এদের জরুরি চিকিৎসা দরকার।’
ইতোমধ্যেই ছয় শিশু, তিন নারী ও এক পুরুষকে পোজালোতে ইতালি রেডক্রসের কাছে চিকিৎসা নিচ্ছে। এই শরণার্থীরা পানিশুন্যতায় ভুগছে।
তারা ৪১ জনের দলের ছিল কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ওই ৪১ জনকে লিবিয়া উপকূলের অদূর থেকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়।
ইতালির কট্টর ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটিও সালভিনি এনজিও’দের শরণার্থী জাহাজগুলো থেকে ইতালির কোন বন্দরে শরণার্থীদের নামাতে দেবে না বলে সতর্ক করেছিলেন।
১ জুলাই দায়িত্ব গ্রহণকারী সালভিনি লিবিয়ার মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছেন।
তার এই নীতিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।