চুক্তি নবায়ন করবেন না ইংল্যান্ড কোচ বেলিস

500

লন্ডন, ১২ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : বিশ্বকাপ এমনকি এরপর এ্যাশেজ সিরিজের শিরোপা জিতলেও ইংল্যান্ড দলের কোচ থাকতে চাননা অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস।
আগামী সেপ্টেম্বরে বর্তমান চুৃক্তির মেয়াদ শেষ হলেও সরে দাঁড়াতে চান ৫৬ বছর বয়সী বেলিস।
বিবিসি রেডিওকে বেলিস বলেন, ‘আপনি ভাল করুন বা না করুন আমি সব সময়ই বিশ্বাস করি চার অথবা পাঁচ বছর যথেষ্ঠ লম্বা সময়।’
‘এটা ছেলেদের জন্য নতুন কাউকে বেছে নেয়ার সময়, যিনি তাদেরকে আরেকটা পর্যায়ে নিয়ে যাবেন।’
দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে বড় জয়ের পরও রোববার ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দলকে এখনো কঠিন লড়াই করতে হবে মনে করছেন বেলিস।
তিনি বলেন, ‘চার বছর আগে শেষ বিশ্বকাপের পর দল ইংল্যান্ড দলটি ভাল ছিলনা। আমরা একত্রে বসেছি এবং ২০১৯ বিশ্বকাপ শিরোপা জয়ের পরিকল্পনা করেছি এবং এখন সে স্বপ্ন পুরনের একটা সম্ভাবনা সৃস্টি হওয়ায় খুবই ভাল লাগছে।’
‘এজবাস্টনে ড্রেসিং রুমে আমরা অনেক আলোচনা করেছি এবং তারপর বুঝতে পেরেছি এখনো আমাদের কিছুই জয় করা হয়নি। ‘তোমরাই ফেবারিট’ এ রকম অনেক কিছুই আমাদের কানে আসবে। আমরা এ সবের কিছুই শুনতে চাইনা।’
‘গত চার বছর আমরা কেবলমাত্র নিজেদের ক্রিকেটের প্রতি মনোযোগ দিয়েছি এবং আমাদের সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এখানে এসেছি।’