নওগাঁয় কবরস্থান ও শ্মশান উন্নয়নে ৩৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়

260

নওগাঁ, ১২ জুলাই, ২০১৯ (বাসস) : জেলায় বিগত ২০১৮-১৯ অর্থবছরে কবরস্থান ও শ্মশান উন্নয়ন ও সংস্কার কাজে ২৪টি প্রকল্পে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
জেলা পরিষদের মাধ্যমে জেলার ১১টি উপজেলায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক বলেছেন, জেলার সংসদ সদস্যদের সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে এসব প্রকল্প তৈরী এবং তার বিপরীতে বরাদ্দ প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে গণিগাছ শ্মশানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ১ লাখ ৫০ হাজার টাকা, সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে গোয়ালী উত্তরপাড়া মুন্নাপাড়া কবরস্থানের সীমানা প্রাচীর নির্মান বাবদ ১ লাখ টাকা, বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নে মির্জাপুর কবরস্থানের সীমানা প্রাচীর নির্মান বাবদ ২ লাখ টাকা, নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নে খোর্দ্দচম্পা কবরস্থানের প্রাচীর নির্মান বাবদ ২৩ লাখ টাকা, মান্দা উপজেলার ভারশো ইউনিয়নে হোসেনপুর বটতলা উত্তরপার্শ্বে সরকারী কবরস্থান উন্নয়ন বাবদ ১ লাখ টাকা, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে শিবপুর গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থান উন্নয়ন বাবদ ২ লাখ টাকা, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নে এস সি উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে জাহানপুর কবরস্থানের প্রাচীর নির্মানে ২ লাখ টাকা, রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের মঙ্গলপাড়া সার্বজনীন কবরস্থানের বাউন্ডারী ওয়ালের অসমাপ্ত কাজের সমাপ্তকরন কাজে ২ লাখ টাকা, আত্রাই উপজেলার মারিয়া কবরস্থানের উন্নয়ন কাজে ১ লাখ ৫০ হাজার টাকা, সাপাহার উপজেলার সাপাহার গোডাউন পাড়া মহা-শ্মশানের অসমাপ্ত কাজ সমাপ্তকরন বাবদ ১ লাখ টাকা, সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নে চ্যাংকুড়ি কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মান বাবদ ১ লাখ টাকা, পোরশা উপজেলার নিত ইউনিয়নে নিতপুর মাস্টারপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সীমানা প্রাচীর নির্মান বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা, পতœীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নেন খান্দই সরকারী কবরস্থানের প্রাচীর নির্মান ও সংস্কার কাজে ১ লাখ ৫০ হাজার টাকা, নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নে সিংবাচা সরদার পাড়া কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মান কাজের অসমাপ্ত কাজের সমাপ্তকরনের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, বদলগাছি উপজেলার বদলগাছি ইউনিয়নে ছেলেকালী মন্দির ও মহা-শ্মশানের বাউন্ডারী প্রাচীর নির্মাণ কাজে ১ লাখ টাকা, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে চক হরিবল্লভ গ্রামের শ্বশান ঘাট উন্নয়নে ১ লাখ টাকা, মান্দা উপজেলার দোসতি সরকারী গোরস্থ্ান উন্নয়নে ২ লাখ টাকা, নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নে ডাঙ্গাপাড়া শ্মশান সংস্কারে ১ লাখ টাকা, পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নে দক্ষিণ লক্ষিপুর কবরস্থানের সীমানা প্রাচীর নির্মান কাজে ১ লাখ টাকা, সাপাহার উপজেলার কল্যানপুর দক্ষিনপাড়া কবরস্থান উন্নয়নে ১ লাখ টাকা, ধামইরহাট পৌরসভার দক্ষিন চকযদু শ্বশান সংস্কার কাজে ১ লাখ টাকা, পতœীতলা উপজেলার রামজীবনপুর সরকারী কবরস্থানের সীমানা প্রাচীর নির্মান কাজে ১ লাখ ৫০ হাজার টাকা, রানীনগর উপজেলার মিরাট শ্মশান উন্নয়নে ১ লাখ টকা এবং আত্রাই উপজেলার বাবনীগ্রাম মহাশ্মশান উন্নয়নে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।