লয়েডের চোখে সেরা তিন অধিনায়ক কোহলি-উইলিয়ামসন-ফিঞ্চ

482

লন্ডন, ১২ জুলাই ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েডের চোখে এবারের বিশ্বকাপের সেরা তিন অধিনায়ক ভারতের বিরাট কোহলি,নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপের জন্য বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন এই ক্যারিবীয় কিংবদন্তি। ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শেষ। ফাইনালের টিকিট পেয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগামী ১৪ জুলাই লর্ডসে সেই ফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের সেরা অধিনায়ক হিসেবে কোহলি-উইলিয়ামসন-ফিঞ্চকে বেছে নিয়েছেন লয়েড।
১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক লয়েড বলেন, ‘অধিনায়ককে ভাল নেতা হতে হয়। সকলকে নিয়ে যেমন চলতে হবে, তেমনই উদাহরণও সৃষ্টি করতে হবে। কোহলি-উইলিয়ামসন দারুণ নেতৃত্ব দিচ্ছে। আবার দু’জন তাদের দলের জন্য দারুণ ক্রিকেটারও। কোহলি অসাধারণ ব্যাটসম্যান। যদি এখনকার কোনও ব্যাটসম্যানকে দেখার জন্য আমি পয়সা খরচ করে টিকিট কাটতে রাজি থাকি, তা হলে সেটা কোহলিই। কোহলি-উইলিয়ামসন ছাড়াও ভাল অধিনায়কদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চও রয়েছে। কঠিন সময়ে অস্ট্রেলিয়াকে দারুনভাবে নেতৃত্ব দিয়েছে। আরও কয়েকজন আছে, তবে এখনকার ক্রিকেটে এই তিন জনের কথা আলাদা করে বলতে চাই আমি।’
চলমান বিশ্বকাপে বড় সাফল্য পাবার লক্ষ্য যাত্রা শুরু করেছিলো লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু নবম হয়ে এবারের আসর শেষ করতে হয় ক্যারিবীয়দের। শুরুটা ভালো হলেও পরের দিকে খেই হারিয়ে ফেলে জেসন হোল্ডারের দল। লয়েড নিজেও মনে করেন খারাপ খেলার কারনেই এমন ফল পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ মোটেও ভাল খেলেনি। কোন খেলাতেই তাদের পরিকল্পনা ছিলো না। ম্যাচ পরিকল্পনার অভাব ছিলো চোখে পড়ার মত। যে কারণে বাজে অবস্থানে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে তাদের। আর ভাল না খেললে এমন ফল হওয়াটাই স্বাভাবিক।’
পুরো টুর্নামেন্টে ভালো খেলার পরও সেমিফাইনালে এসে মুখ থুবড়ে পড়লো ভারতের। ব্যাটিং- যাদের প্রধান শক্তি, সেই ব্যাটিং-ই ডুবিয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে লিগ পর্বে এক নম্বর দল হয়েও, শেষ চার থেকেই বিদায় নিতে হয় ভারতকে। তবে এই এক ম্যাচ দিয়েই ভারতকে বিচার করতে চান না
লয়েড, ‘খেলায় এ রকম হতেই পারে। এ জন্যই তো ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। ক্রিকেট হলো টিম গেম। এক বা দু’জনের উপর নির্ভর করে খেলা যায় না। আগের দিন ভারতীয় বোলাররা শাসন করেছে। পরে পরিবেশকে ভালোভাবে কাজে লাগিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। তবে ভারতের এমন হারে এক ম্যাচ দিয়েই কোন রকম সিদ্ধান্তে পৌঁছতে রাজি নই আমি। আগের অনেক ম্যাচে তো তারা ভাল পারফরমেন্স করেছে। একটা ম্যাচের ফল দেখে একটা দল সম্পর্কে পর্যবেক্ষণ করা ঠিক নয়।’