দলীয় সিদ্ধান্ত লংঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী

1067

ঢাকা, ১১ জুলাই, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
আজ রাতে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শেষে দলের একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আগামীকাল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা হবে।’
জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী দলকে শক্তিশালী এবং শক্ত ভিত তৈরি করতে দলের নেতা ও সংসদ সদস্যদের নির্দেশ দেন।
আওয়ামী লীগ সভাপতি যথাযথভাবে নিজ দায়িত্ব পালনের জন্যও দলের সংসদ সদস্যদের নির্দেশ দেন। সংসদ নেতা সংসদ সদস্যদের জন্য ন্যাম ফ্ল্যাটে ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম দূরীকরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।