পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, নিহত ৯

321

ইসলামাবাদ, ১১ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক) : পাকিস্তানের মধ্যাঞ্চলে বৃহস্পতিবার দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত নয়জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে।
সিনিয়র একজন কর্মকর্তা জানান, পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় এই দুর্ঘটনা ঘটে। লাহোর থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে। মালবাহী ট্রেনটি ক্রসিংয়ে দাঁড়ানো ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওমর সালামত টিভি চ্যানেল জিও নিউজকে বলেন, অন্তত নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে ৬৬ জন। তাদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশেদ আহমেদ বলেছেন, দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।