অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কা

282

ঢাকা, ১০ জুলাই, ২০১৯ (বাসস) : অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আজ আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক সতর্ক বার্তায় একথা জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।