এলইডি বাতিতে আলোকিত হবে চট্টগ্রামের ৪৬৬ কিলোমিটার রাস্তা

323

চট্টগ্রাম, ৯ জুলাই, ২০১৯ (বাসস): নগরীর আলোকায়নে বহুলকাঙ্খিত এলইডি বাতি স্থাপন প্রকল্প আজ একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে।
২৬০ কোটি টাকা ব্যয়ে এলইডি বাতিতে আলোকিত হবে চট্টগ্রামের ৪৬৬ কিলোমিটার রাস্তা।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা জানিয়েছেন, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পর আ জ ম নাছির উদ্দীন নগরকে শতভাগ এলইডি বাতির আওতায় আনার উদ্যোগ নেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অনুমোদিত এই প্রকল্পের মাধ্যমে ৪৬৬ কিলোমিটার রাস্তা আলোকায়ন করা হবে। যেখানে প্রতিটি ওয়ার্ডে ৫ ফুট বা এর বেশি প্রশস্ততার ১০ কিলোমিটার সড়ক এলইডি বাতির আওতায় আসবে। বিদ্যুৎসাশ্রয়ী এ বাতি ৫ বছর পর্যন্ত জিরো রক্ষণাবেক্ষণ খরচে চলবে।
ইতোমধ্যে বর্তমান মেয়রের মেয়াদকালে রাজস্ব তহবিল থেকে ১৬ কিলোমিটার ও প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার সড়ক এলইডি বাতি দ্বারা আলোকায়ন করা হয়েছে।