দিনাজপুরে ১৭৬টি বাড়ীতে বিদ্যুতায়ন

341

দিনাজপুর, ১৯ জুন, ২০১৮ (বাসস) : জেলার কাহারোল উপজেলার ১৭৬টি বাড়ীতে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়ন, রসুলপুর ইউনিয়ন ও ডাবোর ইউনিয়নসহ ৩টি ইউনিয়নের কোটগাঁও, রসুলপুর, তারগাঁও, কামোড়, বিরলী ও সিংগারীগাঁও গ্রামের ১৭৬টি বাড়িতে ৪৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতায়ন সংযোগ প্রদান করা হয়।
বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহন রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোরঞ্জনশীল গোপাল এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন ও এজিএম দীলিপ বর্মন, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, তারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভূপেন্দ্র নাথ রায়, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সচিব মো. মাঈন উদ্দীন আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।