গত অর্থবছরে ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে : খাদ্যমন্ত্রী

251

সংসদ ভবন, ৮ জুলাই, ২০১৯ (বাসস) : গত অর্থবছরে সরকার প্রায় ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করেছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ এবাদুল করিমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, ‘লক্ষ্যমাত্রার বিপরীতে গত ১ জুলাই পর্যন্ত ৪০ হাজার ১শত ৭৫ মেট্রিক টন গম, ৮৪ হাজার ৩ শত ৯ মেট্রিক টন ধান এবং ১৪ লাখ ৬৬ হাজার ৪৮৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ সর্বমোট ১৫ লাখ ৯০ হাজার ৯ শত ৭০ মেট্রিক টন খাদ্যশস্য সংগৃহীত হয়েছে।’
সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি মেট্রিক টনে ২৬ হাজার টাকা হিসেবে ৪ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ জন্য ব্যয় হবে ১ হাজার ৪০ কোটি টাকা।
তিনি বলেন, গত ২৭ জুন পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে ৭৯ হাজার ৪ শত ৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সংগ্রহকৃত ধানের মূল্য পরিশোধে সরকার ২০৬ কোটি ৬০ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় করেছে।