বাসস ক্রীড়া-১২ : সৌদি খেলোয়াড় পরিবাহী বিমানের ইঞ্জিনে আগুন

350

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বিশ্বকাপ-সৌদি আরব-বিমান-আগুন
সৌদি খেলোয়াড় পরিবাহী বিমানের ইঞ্জিনে আগুন
রোস্তভ-অন-ডন (রাশিয়া), ১৯ জুন ২০১৮ (বাসস/এএফপি) : সৌদি আরবের বিশ্বকাপ দল বহনকারী বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অংশ নিতে রোস্তভ-অন-ডন যাবার পথে তাদের বহনকারী বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়।
তবে বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়েছে। এটিকে ‘ক্ষুদ্র একটি ত্রুটি’ বলে উল্লেখ করেছেন সৌদি দলের একজন খেলোয়াড়। পরে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি আহমাদ আল হারাবি সৌদি স্পোর্টস টিভি চ্যানেল কেএসএ’কে বলেন, ‘বিমানের একটি ইঞ্জিনে সামান্য আগুনের ঘটনা ঘটেছে। এটি ছিল ডান পাশের ইঞ্জিনে।’
সৌদি দলের খেলোয়াড় হাত্তান বেহেবরি নিজের টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা নিরাপদেই এখানে পৌঁছেছি। সবাই ভালো আছি। এটি ছিলো একটি ক্ষুদ্র ত্রুটি।’ এ সময় কে একজন তাকে জিজ্ঞেস করেনÑ ‘ভয় পেয়েছিল কি-না। জবাবে তিনি বলেন, ‘না না সবাই ভালো আছে। তবে হ্যাঁ একটু তো ভয় লেগেছিল। মহান আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯১০/-স্বব