শিল্পকারখানা স্থাপনে সরকার সব ধরনের সহায়তা করবে : শিল্পমন্ত্রী

448

ঢাকা, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারি কিংবা বেসরকারি যেকোন পর্যায়র শিল্পকারখানা স্থাপনে সরকার সব ধরনের সহায়তা করবে।
তিনি আজ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির ঊর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কাফকোর চিফ অপারেশন্স অফিসার আজিজুর রহমান চৌধুরী।
সভায় কাফকোকে একটি এনার্জি এফিসিয়েন্ট সারকারখানা হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী এ কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আশ্বাস প্রদান করেন।
কাফকোর চিফ অপারেশন্স অফিসার আগামীতে কাফকোর প্রাঙ্গনে নতুন একটি এনপিকেএস সার কারখানা নির্মাণের পরিকল্পনার কথা জানান।