খুলনা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে হবে : মেয়র

392

খুলনা,৭ জুলাই ২০১৯ বাসস) : সিটি মেয়র সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিকদের নিরাপত্তা প্রদানসহ সকল নাগরিক সেবা তাৎক্ষণিক পৌছে দিতে খুলনা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা দরকার।
আজ নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র পূর্ত বিভাগের আয়োজনে চীনের জেডটিই কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। চীনের সহযোগিতায় খুলনা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নগরবাসীদের সময়োপযোগী ও সার্বক্ষণিক সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিক এ কথা উল্লেখ করে মেয়র বলেন, সিটি গভর্ণমেন্ট না থাকার কারণে সমন্বিতভাবে সেবা দেয়া সম্ভব হয়ে উঠছে না। এ ধরনের সংকট নিরসনে চীনা প্রতিনিধি দলের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
কেসিসি’র প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, মেমরী সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর মো. আনিছুর রহমান বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো.নাজমুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খানপ্রমুখ সভায় উপস্থিত ছিলেন।