বাসস সংসদ-৩ : নীতিমালা মেনে পত্রিকা প্রকাশ না করলে মিডিয়া তালিকাভূক্তি বাতিল করতে পারে : তথ্য প্রতিমন্ত্রী

182

বাসস সংসদ-৩
পত্রিকা-প্রকাশ-নীতিমালা
নীতিমালা মেনে পত্রিকা প্রকাশ না করলে মিডিয়া তালিকাভূক্তি বাতিল করতে পারে : তথ্য প্রতিমন্ত্রী
সংসদ ভবন, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ না করলে পত্রিকার ডিএফপি মিডিয়া তালিকাভূক্তি বাতিল করা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদের পক্ষে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, নিবন্ধিত পত্রিকার মধ্যে যারা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ করে না, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) তাদের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করতে পারে।
তিনি বলেন, যদি কোন পত্রিকা নীতিমালা অনুসরণ করে পত্রিকা প্রকাশ না করে থাকে, তবে সেই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি দলের অপর এক সদস্য আলী আজমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকাসহ সারা দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩১২৮টি।
বাসস/এমএসএইচ/১৮৩৪/-অমি /