বাসস ক্রীড়া-৫ : আম্পয়ার গুল্ডের অবসর

146

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-অবসর
আম্পয়ার গুল্ডের অবসর
লীডস, ৭ জুলাই, ২০১৯ (বাসস) : আম্পায়ারিং থেকে অবসর নিলেন ইংল্যান্ডের ইয়ান গুল্ড। আম্পয়ার হিসেবে ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান বিশ্বকাপে গতকাল হেডিংলিতে ভারত-শ্রীলংকা ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। আইসিসির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
আম্পয়ার হিসেবে গুল্ড ৭৪টি টেস্ট এবং ১৪০টি ওয়ানডে পরিচালনা করেন।
ক্যারিয়ারে বর্তমানে চতুর্থ আইসিসি পুরুষ বিশ্বকাপে দায়িত্ব পালন করা গুল্ড ২০১১ আসরে মোহালিতে ভারত-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল পরিচালনা করেছেন।
১৯৯০ দশকের শেষ দিকে খেলোয়াড় জীবন থেকে অবসর নেন উইকেটরক্ষক গুল্ড। এরপর কাউন্টি দল মিডলসেক্সের একজন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ড দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা গুল্ড খেলোযাড়ী জীবনে মোট ১৮টি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেনী এবয় লিস্ট এ’ মিলিয়ে তিনি ছয়শ’র বেশি ম্যাচ খেলেছেন।
কাউন্টি ক্রিকেটে সাসেক্স, মিডলসেক্স এবং এমনকি নিউজিল্যান্ডে অকল্যান্ডের হয়েও খেলেছেন তিনি।
তবে একজন আম্পয়ার হিসেবেই সম্ভবত তিনি অধিক পরিচিত।
বর্তমানে ৬১ বছর বয়সী গুল্ড ১৩ বছর আগে সাউদাম্পটনে ইংল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার একটি টি-২০ ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। পাঁচ দিন পর এ দুই দলের ম্যাচ পরিচালনার মধ্য দিয়েই ওয়ানডে আম্পয়ার হিসেবে যাত্রা শুরু করেন গুল্ড।
বাসস/১৭৪০/-স্বব