বাসস রাষ্ট্রপতি-২ : রাষ্ট্রপতির সঙ্গে হুমায়ূন রশীদ স্মৃতি পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

305

বাসস রাষ্ট্রপতি-২
হামিদ-হুমায়ূন-স্মৃতি
রাষ্ট্রপতির সঙ্গে হুমায়ূন রশীদ স্মৃতি পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ৪ জুলাই, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে হুমায়ূন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, পরিষদ সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে পরিষদের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, পরিষদের সার্বিক কর্মকান্ডের মাধ্যমে নতুন প্রজন্ম সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।
প্রেস সচিব বলেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রথম আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে পরিষদ আজ তাদের সদস্য সংগ্রহ শুরু করেছেন।
পরিষদ আগামী ১০ জুলাই সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
পরিষদ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অনু-এইচএন/২১৫৫/কেএমকে