বাসস দেশ-২৪ : বুড়িগঙ্গা নদীর উভয় প্রান্তের ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

329

বাসস দেশ-২৪
অবৈধ- স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীর উভয় প্রান্তের ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ৪ জুলাই, ২০১৯ (বাসস) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ উচ্ছেদ অভিযান চালিয়ে বুড়িগঙ্গা নদীর উভয় প্রান্ত থেকে ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। এসময় একজনকে আটক ও তিন জনের নামে মামলা দায়ের করা হয়।
ঢাকা নদী বন্দরের আওতাধীন কামরাঙ্গীরচর হুজুরপারা হতে বাবুবাজার ব্রীজ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্ত এবং বাবুবাজার ব্রীজ থেকে তেলঘাট পর্যন্ত নদীর দক্ষিণ প্রান্ত এলাকায় একটি তিনতলা পাকা ভবন, তিনটি দোতলা ভবন, ১৩টি একতলা ভবন, ২৪টি আধাপাকা ভবন, ১৬টি বাউন্ডারি ওয়াল, ৩১টি টিনের ঘরসহ মোট ৮৮টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ এবং এক দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করা হয়েছে।
এছাড়া ৪ লাখ ২০ হাজার টাকার ইট সুরকি নিলাম, জামাল হোসেন চৌধুরী নামে একজনকে আটক এবং কামরাঙ্গিরচর থানায় তিন জনের নামে মামলা করা হয়েছে।
আগামী ৯ জুলাই সকাল ৯ টা হতে বাদামতলী থেকে শুরু হয়ে পর পর তিন দিন প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ফতুল্লা অভিমুখে বুড়িগঙ্গা নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে।
বাসস/সবি/এমএআর/২১১৫/এএএ