বাসস বিদেশ-৪ : রাশিয়া আগ্রাসন চালালে ইউক্রেনের পাশে থাকবে কানাডা : ট্রুডো

183

বাসস বিদেশ-৪
কানাডা-কূটনীতি-প্রতিরক্ষা
রাশিয়া আগ্রাসন চালালে ইউক্রেনের পাশে থাকবে কানাডা : ট্রুডো
টরন্টো (কানাডা), ৩ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়া আগ্রাসন চালালে তার দেশ ইউক্রেনের পাশে থাকবে। টরেন্টোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এ অঙ্গীকার করেন। খবর এএফপি’র।
ইউক্রেনের সংস্কার বিষয়ে আয়োজিত এক সম্মেলনে অংশ নিতে উত্তর আমেরিকার এ দেশ সফরে আসলে এ দুই নেতার মধ্যে বৈঠকটি হয়। কানাডায় জেলানস্কির এটি প্রথম সফর। আর এ সফরে বর্তমানে তিনি টরন্টোতে রয়েছেন।
নব নির্বাচিত ইউক্রেনের এ প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের ক্ষেত্রে এবং ক্রিমিয়ার অবৈধ সম্প্রসারণসহ ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রচেষ্টায় কানাডার মতো দেশগুলোর জন্য তাদের অংশীদার দেশের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ট্রুডো বলেন, ‘রাশিয়ার এমন পদক্ষেপ কেবলমাত্র ইউক্রেনের জন্য নয়, এটি আন্তর্জাতিক আইনের জন্য বড় হুমকি।’
এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ৩০ টি দেশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক ও ন্যাটোর মতো আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছে। সম্মেলনটি বৃহস্পতিবার শেষ হচ্ছে।
ট্রুডো ও জেলানস্কি ইউক্রেনে কানাডার অস্ত্র বিক্রি ও কানাডার সামরিক প্রশিক্ষণ মিশন নিয়েও আলোচনা করেন।
বাসস/এমএজেড/১৩৪০/জুনা