বাসস ক্রীড়া-২০ : সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করলেন রোহিত

544

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-বাংলাদেশ-রোহিত
সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করলেন রোহিত
বার্মিংহাম, ২ জুলাই ২০১৯ (বাসস) : চলমান দ্বাদশ বিশ্বকাপে ইতোমধ্যেই চারটি সেঞ্চুরি করে ফেলেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এই ইনিংসের মধ্যমে দিয়ে তিনি শ্রীলংকার কুমার সাঙাগাকারার রেকর্ডে ভাগ বসালেন। আজ বার্মিংহামের এডজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলে টুর্নামেন্টে চতুর্থ করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, পাকিস্তানের বিপক্ষে ১৪০ ও ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে চারটি সেঞ্চুরি করেছিলেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারাও। গেল আসরে, ২০১৫ সালে বাংলাদেশ-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের বিপক্ষে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গা। মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ ও হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সাঙ্গাকারা।
এবারের বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে সাঙ্গার পাশে বসলেন রোহিত।
বাসস/এএসজি/এএমটি/২০২৫/স্বব