বাসস দেশ-৩৩ : বিআইডব্লিউটিএ’র অভিযান ১৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

289

বাসস দেশ-৩৩
বিআইডব্লিউটিএ-অভিযান
বিআইডব্লিউটিএ’র অভিযান ১৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ২ জুলাই, ২০১৯ (বাসস) : নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিএ) অভিযানে ১৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দু’ একর তীরভূমি অবমুক্ত করা হয়েছে।
নদী তীর দখলমুক্ত করতে আজ মঙ্গলবার ঢাকা নদী বন্দরের আওতাধিন কেরানীগঞ্জের খোলামোড়া লঞ্চঘাটের পূর্বদিক থেকে বাবুবাজার ব্রীজ অভিমুখে মান্দাইল গোকুলচর পর্যন্ত বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে, একটি তিনতলা পাকা ভবন, ১৩টি দোতলা ভবন, ৩৭টি একতলা ভবন, ৮৫টি আধাপাকা, ১৭টি বাউন্ডারি ওয়াল, ৪৫টি টিনের ঘরসহ মোট ১৯৮টি অবৈধ স্থ্াপনা উচ্ছেদ এবং দু’ একর তীরভূমি অবমুক্ত করা হয়েছে।
আগামীকাল (৩ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেরানীগঞ্জ থানার গোকুলচর এলাকা থেকে বাবুবাজার হয়ে তেলঘাট অভিমুখে উচ্ছেদ অভিযান চলবে।
বাসস/সবি/বিকেডি/১৯৩২/কেজিএ