ডিআইজি মিজান কারাগারে

168

ঢাকা, ২ জুলাই, ২০১৯ (বাসস) : দুদকের দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে আজ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেন আদালত।
উভয়পক্ষের শুনানি শেষে ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এরআগে সকাল পৌনে ১১টার দিকে ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। তাকে এজলাসের পেছনের একটি কক্ষে বসতে দেয়া হয়।
শুনানিতে এডভোকেট এহসানুল হকসহ আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল ও জাহাঙ্গীর আলম জামিনের বিরোধিতা করেন।
সোমবার দুদকের মামলায় মিজানুরের করা আগাম জামিনের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে গ্রেফতার ও নিন্ম আদালতে হাজির করতে পুলিশের প্রতি নির্দেশ দেয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
সোমবার সন্ধ্যায় ডিআইজি মিজানকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেন। সেখান থেকে আজ মঙ্গলবার ডিআইজি মিজানকে নিম্ন আদালতে হাজির করা হয়।
৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং অবৈধভাবে ৩ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক।
এছাড়া মামলায় মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানকে আসামি করা হয়।
এরআগে মিজান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারিতে ডিআইজি মিজানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর চলতি বছরের ২৫ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়।