কুড়িগ্রামে জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধকরণ শীর্ষক র‌্যালি ও আলোচনাসভা

322

কুড়িগ্রাম, ২৯ জুন ২০১৯ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ শীর্ষক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ-এর সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউনহলে আলোচনাসভায় মিলিত হয়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান আনছার আলী।
আরও বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুল জলিল, সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবির, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বেসরকারি উন্নয়ন সংগঠনের কর্মিরা অংশগ্রহণ করেন।