বাজিস-১১ : পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

288

বাজিস-১১
মৃত্যু-দুর্ঘটনা
পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
ঢাকা, ২৯ জুন, ২০১৯ (বাসস) : পৃথক পৃথক দুর্ঘটনায় আজ শনিবার হবিগঞ্জ, চাঁদপুর ও সাতক্ষীরায় তিনজন নিহত হয়েছেন।
বাসস’র হবিগঞ্জ সংবাদদাতা জানান, জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় যাত্রিবাহী বাস চাপায় পারভেজ মিয়া (১৬) নামের এক পথচারির মৃত্যু হয়েছে।শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত পারভেজ উপজেলার কদমতলী গ্রামের হাজী কবীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভেজ বাড়ি থেকে কদমতলীতে তাদের দোকানে যাওয়ার পথে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রিবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসস’র সাতক্ষীরা সংবাদদাতা জানান, শনিবার বিকালে জেলার সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামে বজ্রপাতে বৈষ্টমী সরকার (৪০) নামে এক গৃহবধুর মারা গেছেন। তিনি ওই গ্রামের অনিমেষ সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় বৈষ্টমী সরকার বাড়ির পাশে বিলে ঘাস কাটছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস’র চাঁদপুর সংবাদদাতা জানান, জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ শনিবার বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে হাজিগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুর রহমান (২৮) ওই গ্রামের মোরশেদ মিয়ার পুত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ফিরোজ আহমেদ জানান, সফিক শ্রমিকের কাজ করতেন। নিজের ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গূরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিম বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট সফিকের মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/২১৩৫/-এমকে