বাসস দেশ-২৩ : গাজীপুরে দু’টি আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত

290

বাসস দেশ-২৩
আল্ট্রা-ম্যারাথন
গাজীপুরে দু’টি আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
গাজিপুর, ২৯ জুন, ২০১৯ (বাসস) : শরীর চর্চায় তরুণদের উৎসাহিত করা ও আল্ট্রা ম্যারাথনের চর্চা বাড়াতে ‘ম্যারাথন বাংলাদেশ’-এর উদ্যোগে গাজীপুরে ৮০ কিলোমিটার ও ৫০ কিলোমিটার দূরত্বের দু’টি আল্ট্রা ম্যারাথন ইভেন্ট আয়োজন করে।
এটি ছিল বাংলাদেশে প্রথম কোন আল্ট্রা ম্যারাথন আয়োজন। মোট ৪২ দশমিক ২ কিলোমিটার পূর্ণ ম্যারাথনের অতিরিক্ত দূরত্বের কোন রানই আল্ট্রা ম্যারাথন হিসেবে পরিচিত।
ম্যারাথন দু’টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২৬ জন রানার অংশ নেন। ভারত থেকেও দু’জন রানার এই ম্যারাথনে অংশ নেন।
৮০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে মোট ৬ জন রানার অংশ নেন। বৃহষ্পতিবার রাত ১০টায় গাজীপুর রাজবাড়ি মাঠ থেকে এই রান শুরু হয়ে শুক্রবার ভোরে শেষ হয়।
রান শেষে গাজীপুরের হাতকাটা ব্রিজের পাশে সমাপনী অনুষ্ঠানে ম্যারাথন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম এবং দেশের সিনিয়র রানারবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/জেজেড/২১১০/-আরজি