বাসস দেশ-২০ : রাইফার মৃত্যু : বিএমডিসি’র প্রতিবেদন প্রত্যাখ্যান সাংবাদিক নেতৃবৃন্দের

272

বাসস দেশ-২০
সিইউজে-সমাবেশ
রাইফার মৃত্যু : বিএমডিসি’র প্রতিবেদন প্রত্যাখ্যান সাংবাদিক নেতৃবৃন্দের
চট্টগ্রাম, ২৯ জুন, ২০১৯ (বাসস) : ভুল চিকিৎসার কারণে চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।
রাইফার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করে মামলার দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিকরা।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডাক্তারদের বিরুদ্ধে বিএমডিসি নিরপেক্ষ প্রতিবেদন দিতে পারেনি। বিএমডিসি কর্তৃপক্ষ ডাক্তারদের পক্ষ নিয়ে আদালতে একপেশে প্রতিবেদন জমা দিয়েছে। ভিকটিম রাইফার বাবার বক্তব্য নেওয়ার প্রয়োজনও মনে করেননি বিএমডিসি কর্তৃপক্ষ।
সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
গত বছরের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রাইফা। এ ঘটনায় ১৮ জুলাই ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে চার চিকিৎসকের বিরুদ্ধে নগরের চকবাজার থানায় মামলা দায়ের করেন রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। দুইদিন পর এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।
চকবাজার থানায় দায়ের করা মামলার আসামিরা হলেন- ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্র দেব ও বেসরকারি ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খাঁন।
বাসস/জিই/এসকেবি/এমএন/১৯৩৫/কেএআর