বাসস দেশ-১৯ : সফিউল্লাহকে চেয়ারম্যান এবং হারুন হাবীবকে মহাসচিব করে সেক্টর কমান্ডারস ফোরামের কমিটি গঠন

301

বাসস দেশ-১৯
সেক্টর কমান্ডার-কমিটি
সফিউল্লাহকে চেয়ারম্যান এবং হারুন হাবীবকে মহাসচিব করে সেক্টর কমান্ডারস ফোরামের কমিটি গঠন
ঢাকা, ২৯ জুন, ২০১৯ (বাসস) : সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তরকে চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা হারুন হাবীবকে মহাসচিব করে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার লে কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটিতে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, সেক্টর কমান্ডার লে কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম, মোবাশ্বর হোসেন, আনওয়ারুল আলম শহীদ, ম হামিদ, মেজর জেনারেল (অব.) শাহজাহান ও ডা. আমজাদ হোসেনকে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটিতে অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, আব্দুল মাবুদ ও মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনুকে যুগ্ম মহাসচিব, ডা. এমএসএ মনসুর আহমদ কোষাধ্যক্ষ এবং মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এ.কে, মোহাম্মদ আলী সিকদার (অব.) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে শনিবার সকালে বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর ৫ম জাতীয় কনভেনশনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাসস/সবি/বিকেডি/১৯২৬/কেএমকে