বাসস দেশ-১৮ : সিলেট সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ৫ নেতার নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নগর আওয়ামী লীগ

393

বাসস দেশ-১৮
আওয়ামী লীগ-সভা
সিলেট সিটি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ৫ নেতার নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নগর আওয়ামী লীগ
সিলেট, ১৮ জুন, ২০১৮ (বাসস) : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ নেতার নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মহানগর আওয়ামী লীগ।
আজ সোমবার নগরীর একটি হলরুমে অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এ পাঁচ নেতারা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, বৈঠকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র পদে নিজেদের প্রার্থিতার ঘোষণা দেন ৫ জন। তাদের প্রত্যেকের প্রার্থীতার কথা জানিয়ে কেন্দ্রে চিঠি দেওয়া হচ্ছে।
বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় এবার সিটি নির্বাচনে কাউন্সিলর পদেও দলীয়ভাবে মনোননয়ন দেবে আওয়ামী লীগ। যেসব ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে ইচ্ছুক তাদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে প্রার্থী দেওয়া হবে।
ওয়ার্ডগুলোতে প্রার্থী মনোনয়নের জন্য প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদককে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে মহানগর আওয়ামী লীগের দফতরে প্রত্যাশীদের তালিকা পাঠানোরও নির্দেশ দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৯১৫/অমি