পর্তুগাল মরক্কোর চেয়ে শক্তিশালী: আন্দ্রে সিলভা

199

ক্রাতোভো (রাশিয়া), ১৮ জুন ২০১৮ (বাসস/এএফপি) : পর্তুগালের স্ট্রাইকার আন্দ্রে সিলভা মনে করেন গ্রুপ পর্বে পরের ম্যাচে মরক্কোকে হারানোর মত প্রয়োজনীয় রশদ ইউরো চ্যাম্পিয়নদের আছে। আগামী বুধবার মস্কোতে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের ম্যাচটি।
সোমবার পর্তুগাল দলের অনুশীলন ঘাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিলভা বলেন, ‘দুই দলের মধ্যে তুলনা করলে আমার মনে হয় আমরা মরক্কোর চেয়ে এগিয়ে আছি। তবে আমি এটি বলছিনা যে, ম্যাচটি খুব সহজ হবে। আমরা তাদেরকে হাল্কাভাবে নিচ্ছি না। যে কোন প্রতিপক্ষকেই আমরা সমীহ করি। বিশ্বকাপের সব ম্যাচই কঠিন।’
গত শুক্রবার অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন সিলভা। ওই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। অপরদিকে আত্মঘাতী গোলের কারণে ইরানের কাছে ১-০ গোলে হার মেনেছে মরক্কো।
এসি মিলানের এই স্ট্রাইকার বলেন, ‘তারা (মরক্কো) প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। এমনটি হতেই পারে। এখন তারা জয়ের জন্য চেষ্টা করবে। সে জন্য সেরাটাই উজাড় করে দিবে। দলটি ইউরোপীয় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অভ্যস্ত। যে কারণে জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।’
সিলভা বলেন, ‘আসন্ন ম্যাচে কোন দলই ফেভারিট নয়। তাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। ইরানের বিপক্ষে পরাজয়য়ের ঘটনাটি ছিল ভিন্ন।’
দীর্ঘ সময় ধরে ভাল খেলার স্বীকৃতি হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে টিপস নেয়া ২২ বছর বয়সি সিলভা গত বছর পোর্তো ছেড়ে মিলানে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানোর মত বিশ্ব সেরা ফুটবলারের সঙ্গে একই দলে খেলতে পেরে আমি গর্ববোধ করছি। তার সঙ্গে একই দলে থাকতে পেরে আমি খুবই খুশি। যখনই তিনি আমার প্রয়োজন মনে করেন তখনই আমি সেখানে চলে যাই। আর যখনই তাকে আমার প্রয়োজন হয়, তখনই তিনি সারা দেন। আমরা সব সময় একতাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করি।’