বাজিস-৬ : রিফাত হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি

147

বাজিস-৬
ডিআইজি-রিফাত হত্যা
রিফাত হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি
বরগুনা, ২৭ জুন, ২০১৯ (বাসস) : বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল আজ পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে এবং একজন গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
তিনি বলেন এ ধরনের ঘটনা কাক্সিক্ষত নয়, মেনে নেওয়ার মতো নয়।
ডিআইজি বলেন, এধরণের ভয়াবহ ঘটনা রোধ করতে সাধারণ জনগণকে আরও সচেতন হওয়া দরকার।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ।
মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাসস/সংবাদাতা/১৯২০/একেএইচ