চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

207

চট্টগ্রাম, ১৮ জুন, ২০১৮ (বাসস) : ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে বন্দরনগরী চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে।
নগরের ফয়েজ লেক, চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, স্বাধীনতা পার্ক, কর্ণফুলী শিশু পার্ক, কাজীর দেউড়ির শিশু পার্ক , বাটারফ্লাই পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এখন উপচেপড়া ভিড়। সব বয়সী মানুষ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে তারা এসব স্থানে আসছেন।
ফয়েজ লেক পরিচালনার দায়িত্বে থাকা কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিত ঘোষ জানান, ঈদের আনন্দকে ভিন্নমাত্রা বা নতুনত্ব দেয়ায় নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। ঈদের দ্বিতীয় দিনে ৫ হাজারের অধিক দর্শনার্থী এখানে এসেছে। এ সপ্তাহে দর্শনার্থী আসবেন প্রচুর।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী সমাগম হয়েছে। শনিবার শেষ বিকালে গিয়ে দেখা গেলো প্রচুর দর্শনার্থী। বিশেষ করে শিশুদেরকে এই চিড়িয়াখানা সবচেয়ে বেশি টানে। এবার দক্ষিণ আফ্রিকার বাঘের খাঁচায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।
ঈদ আনন্দে পতেঙ্গা সমুদ্র সৈকতেও দর্শনার্থীদের আনাগোনায় উৎসবমুখর পরিবেশ। শিশু থেকে নানা বয়সী হাজারো দর্শনার্থী সমুদ্র সৈকতে এসে আনন্দ উদযাপন করেছেন। শনিবার সন্ধ্যায় বেড়াতে আসা ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন জানান, ‘বেড়ানোর জন্য সৈকতের কোন বিকল্প নেই। তাই পরিবার পরিজন নিয়ে কাছের সৈকত পতেঙ্গায় এসেছি।’