রাষ্ট্রপতি আগামীকাল গাজীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় ভাষণ দেবেন

338

গাজীপুর, ১৮ মার্চ, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস’ উপলক্ষে আগামীকাল গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে শহীদদের স্মরণে সভা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেবেন।
বঙ্গভবনের একজন মুখপাত্র বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি আগামীকাল অপরাহ্নে গাজীপুরে শহীদদের স্মরণে আয়োজিত এক সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেবেন।’
দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ১৯ মার্চ একটি অনন্য দিন। এদিন মুক্তিকামী জনতা জাতির জনকের নির্দেশে জয়দেবপুরে পাকিস্তানি বাহিনীর সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে।
ওই দিন হরমুত, নিয়ামত ও মনু খলিফাসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেন।
এই ঘটনার পর থেকে সারাদেশ জুড়ে স্লোগান ওঠে, ‘জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর।’
বলা হয়ে থাকে, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ওই প্রতিরোধ যুদ্ধ দীর্ঘ আকাঙ্খিত স্বাধীনতা অর্জনে বাঙালিদের উদ্বুদ্ধ করেছিল।