সাকিব কিংবদন্তি : যোশি

258

সাউদাম্পটন, ২৫ জুন ২০১৯ (বাসস) : সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারায় বাংলাদেশ। গতকাল সাউদাম্পটনে সাকিব নৈপুণ্যে ৬২ রানে জয় পায় টাইগাররা। সাকিবের দুুর্দান্ত পারফরমেন্স চোখে পড়েছে ক্রিকেট বিশ্বে। বিশ্বকাপের মঞ্চে বেশ কিছু রেকর্ড করেছেন সাকিব। তাই এখনই সাকিবকে কিংবদন্তি মানছেন বাংলাদেশের স্পিন কোচ সুনীল যোশি।
গতকাল ম্যাচ শেষে মিক্সড জোনে যোশিকে প্রশ্ন করা হয়, সাকিবকে এখনই কিংবদন্তি বলা যায় কি-না! প্রশ্ন শুনে যোশি বলেন, ‘কেন নয়? সে এই মুহূর্তে ওয়ানডে ও টি-২০ র‌্যাংকি-এ নাম্বার ওয়ান অলরাউন্ডার। সে একজন কিংবদন্তি, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় ব্যাপার। সে হচ্ছে মিস্টার কনসিসটেন্ট। ব্যাট-বল বা ফিল্ডিংয়ে।’
এখন বিশ্বকাপের আসরে বাংলাদেশের স্পিনাররা বেশ ভালো করছে। সাকিব-মিরাজ-মোসাদ্দেক প্রতিক্ষের উপর চাপ সৃষ্টিতে সফল। তাই যোশি নিজেও খুশী স্পিনাদের পারফরমেন্সে, ‘স্পিন কোচ হিসেবে এর চেয়ে আর বেশি কিছু চাওয়া যায় না। সাকিব নিজের ফিটনেস নিয়ে খুব বেশি নজর দিচ্ছে। সম্প্রতি ৫ থেকে ৬ কেজি ওজন কমিয়েছে সে। আপনারা তার উন্নতিটা চোখে দেখতেই পাচ্ছেন। রানিং বিটুইন দ্য উইকেটে তার গতি বেড়েছে। তার উপস্থিতি মূলত আমাদের ম্যাচে এগিয়ে দিচ্ছে।’
আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাাচ খেলবে বাংলাদেশ। ভারতের দু’জন ভালো মানের স্পিনার আছে। তবে যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদবকে নিয়ে চিন্তিত নন যোশি, ‘আমরা ভালো করেই জানি, তারা স্পিন ভালো খেলে। আমরাও কিন্তু স্পিন ভালো খেলি। আফগানদের বিপক্ষেই তার একটা উদাহরণ রেখে দিয়েছি।’