ভারতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭

366

নয়াদিল্লী, ১৮ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের রাজধানী নয়াদিল্লীর কাছে রোববার এক সড়ক দুর্ঘটনায় অন্তত তিন জন নিহত ও অপর চারজন আহত হয়েছে। একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল(এসইউভি) গাড়ি দিল্লী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সের ছয় চিকিৎসক ছিলেন।’
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনায় তিন চিকিৎসক নিহত হয়েছে এবং অপর তিন চিকিৎসক ও গাড়ির চালক আহত হয়েছে। আহতদেরকে তাদের নিজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি প্রচ- গতিতে চলছিল । চালক ট্রাকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে একটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘তদন্তের পর গাড়ি ও ট্রাকের চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অবহেলার অভিযোগ আনা হবে।’