বাসস ক্রীড়া-৯ : প্রথম বাংলাদেশী হিসেবে সাকিবের এক হাজার রান

215

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাংলাদেশ-সাকিব
প্রথম বাংলাদেশী হিসেবে সাকিবের এক হাজার রান
সাউদাম্পটন, ২৪ জুন ২০১৯ (বাসস) : প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। আজ সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপের মঞ্চে এক হাজার রান পূর্ণ করেন সাকিব। সেই সাথে দ্বাদশ বিশ্বকাপে সবচেয়ে রানের দিক দিয়ে আবারো শীর্ষেও উঠেন তিনি।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ঐ আসরে ২০২ রান করেন তিনি। ২০১১ সালে দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে ১৪২ রান আসে সাকিবের ব্যাট থেকে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া টুর্নামেন্টে ১৯৬ রান করেন তিনি। আর এবার এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ফলে চার বিশ্বকাপ মিলিয়ে তার মোট রান ১০১৬। ২৭ ম্যাচের ২৭ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড়- ৪৪ দশমিক ১৭।
প্রথম বাংলাদেশি হলেও, বিশ্বের ১৯তম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করলেন সাকিব। অন্য ১৮জন ব্যাটসম্যান হলেন- শ্রীলংকার কুমার সাঙ্গাকারা-সনাথ জয়সুরিয়া-তিলকরতেœ দিলশান-মাহেলা জয়াবর্ধনে-অরবিন্দ ডি সিলভা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-এডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহ, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স-জক ক্যালিস-হার্সেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা-ক্রিস গেইল-ভিভিয়ান রিচার্ডস, ভারতের শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।
বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে রেখেছেন ভারতের টেন্ডুলকার। ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২২৭৮ রান করেছেন টেন্ডুলকার।
বিশ্বকাপে অন্তত এক হাজার রান করা খেলোয়াড়রা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
শচীন টেন্ডুলকার (ভারত, ১৯৯২-২০১১) ৪৫ ৪৪ ২২৭৮
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ১৯৯৬-২০১১) ৪৬ ৪২ ১৭৪৩
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা, ২০০৩-২০১৫) ৩৭ ৩৫ ১৫৩২
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯২-২০০৭) ৩৪ ৩৩ ১২২৫
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা, ২০০৭-২০১৫) ২৩ ২২ ১২০৭
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা, ১৯৯২-২০০৭) ৩৮ ৩৭ ১১৬৫
জক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা, ১৯৯৬-২০১১) ৩৬ ৩২ ১১৪৮
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ, ২০০৩-২০১৯) ৩২ ৩১ ১১৩৮
তিলকরতেœ দিলশান (শ্রীলংকা, ২০০৭-২০১৫) ২৭ ২৫ ১১১২
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা, ১৯৯৯-২০১৫) ৪০ ৩৪ ১১০০
এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, ১৯৯৯-২০০৭) ৩১ ৩১ ১০৮৫
জাভেদ মিয়াদাদ (পাকিস্তান, ১৯৭৫-১৯৯৬) ৩৩ ৩০ ১০৮৩
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড, ১৯৯৬-২০০৭) ৩৩ ৩৩ ১০৭৫
হার্সেল গিবস (দক্ষিণ আফ্রিকা, ১৯৯৯-২০০৭) ২৫ ২৩ ১০৬৭
অরবিন্দ ডি সিলভা (শ্রীলংকা, ১৯৮৭-২০১৯) ৩৫ ৩২ ১০৬৪
সাকিব আল হাসান (বাংলাদেশ, ২০০৭-২০১৯*) ২৭ ২৭ ১০১৬
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৫-১৯৮৭) ২৩ ২১ ১০১৩
সৌরভ গাঙ্গুলী (ভারত, ১৯৯৯-২০০৭) ২১ ২১ ১০০৬
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া, ১৯৯২-১৯৯৯) ২২ ২২ ১০০৪
বাসস/এএসজি/এএমটি/১৯০০/স্বব