মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে আকস্মিক বন্যা

262

ইয়াঙ্গুন, ১৮ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারের মোন রাজ্যের দুটি শহরে সপ্তাহান্তে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।
সোমবার মিয়ানমার সংবাদ সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
মোত্তামা ও রাজ্যের রাজধানী মাওলামাইনে শক্তিশালী বাতাস ও আকস্মিক বন্যায় বাড়িঘরের ক্ষতি হয়েছে।
এদিকে এই বন্যা ও ভূমিধসে মাওলামিনে বিখ্যাত প্যাগোডা কিয়াইকথালানেরও ক্ষতি হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্তরা স্কুলগুলোতে গড়ে ওঠা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের খাবার দেয়া হয়েছে বলে খবরে বলা হয়।
খবরে আরো বলা হয় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও প্যাগডা মেরামতের প্রস্তুতি নেয়া হচ্ছে।