বাসস সংসদ-৪ : প্রতি উপজেলায় বছরে ২টি করে মসজিদ পাঠাগার করা হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী

162

বাসস সংসদ-৪
শেখ আব্দুল্লাহ-মসজিদ পাঠাগার
প্রতি উপজেলায় বছরে ২টি করে মসজিদ পাঠাগার করা হচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী
সংসদ ভবন, ২৩ জুন ২০১৯ (বাসস) : দেশের প্রতিটি উপজেলায় বছরে ২টি করে মসজিদ পাঠাগার স্থাপন করা হচ্ছে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ আজ সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, মজজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এছাড়া প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ১টি করে বিদ্যমান মসজিদ পাঠাগারে পুস্তক সংযোজন করা হচ্ছে। এর অংশ হিসেবে বছরে ৪টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন করে ১৫ হাজার টাকা মূল্যের বই সরবরাহ করছে।
তিনি বলেন, এর বাইরে জেলা উপজেলা পর্যায়ে ৫৫৫টি মডেল মসজিদ পাঠাগারের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শেখ মো. আব্দুল্লাহ সরকারি দলের মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের প্রতি জেলা- উপজেলায় একটি করে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বাসস/এমআর/১৭০০/-অমি