বাসস দেশ-২২ : বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

298

বাসস দেশ-২২
তুরাগ-নদ-বর্জ্য-অপসারণ
বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ জুন ২০১৯ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা হবে।
আজ ঢাকার আব্দুল্লাহপুরে তুরাগ নদীর তীরে তুরাগ নদী ও নদীর তীরভূমি হতে থেকে অপসারণ র্কাযক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলনে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন র্কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডোর এম মাহবুব উল ইসলামরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাডভোকেটে সাহারা খাতুন এমপি গাজীপুর সিিিট কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং বিশিষ্ট কলামিস্ট পরিবেশবাদী সৈয়দ আবুল মকসুদ বক্তব্য রাখেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকার চারপাশের চারটি নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। বুড়িগঙ্গা দূষণের ফলে ঢাকা শহরের অনেক স্থাপনা বিদেশী পর্যটকদের দেখানো যায় না।
তিনি বলেন, নদী দখল ও দূষণমুক্ত রাখতে সরকারের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন। দখলবাজরা অনেক প্রভাবশালী। নদী যাতে পুনরায় দখল হতে না পারে সেজন্য সব মানুষকে সচেতন থাকার কথাও বলেন তিনি
বাসস/সবি/এমএআর/২০২০/এইচএন