বাসস ক্রীড়া-১০ : ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল

329

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাংলাদেশ দল
ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল
সাউদাম্পটন, ২২ জুন, ২০১৯ (বাসস) : বিশ্বকাপে আগামী ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ সাউদাম্পটনে ঐচ্ছিক অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐচ্ছিক অনুশীলনে অংশ নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান ও আবু জায়েদ রাহি।
সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আফগানিস্তান। আজ এই ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলছে আফগানরা। তাই এই ভেন্যুর কাছেই থাকা প্রাকটিস গ্রাউন্ডে ঐচ্ছিক অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশ দলকে। মাশরাফি-মিথুন-সাব্বির-রাহির সাথে দলের কোচিং স্টাফরা সকলেই আছেন।
২০ জুন নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও ৪৮ রানে হার মানে টাইগাররা।
ম্যাচ শেষে পরের দিন, ২১ জুন নটিংহাম ছেড়ে সাউদাম্পটন আসে বাংলাদেশ। সাউদাম্পটনের ফিরেই গ্র্যান্ড হার্ভাড হোটেলে উঠন মাশরাফি-সাকিবরা। তাই গতকাল অনুশীলনের কোন সুযোগ ছিলো না টাইগারদের।
আজ ঐচ্ছিক অনুশীলন করছে দলের কিছু সংখ্যক খেলোয়াড়। আগামীকাল সাউদাম্পটনের রোজ বোলে পুরো দল অনুশীলন করবে।
এখন পর্যন্ত ৬ খেলায় ২ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে বাংলাদেশ।
বাসস/এএসজি/এএমটি/১৯২৫/স্বব