বাজিস-৫ : বগুড়ায় ইভিএম-এ ‘মক (রিহার্সেল)’ ভোট আগামীকাল

536

বাজিস-৫
বগুড়া- রিহার্সেল ভোট
বগুড়ায় ইভিএম-এ ‘মক (রিহার্সেল)’ ভোট আগামীকাল
বগুড়া, ২১ জুন, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসনে আগামী সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে’ (ইভিএম) ভোট গ্রহনের আগে এ বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে আগামীকাল শনিবার প্রতিটি কেন্দ্রে ‘মক (রিহার্সেল)’ ভোট অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ইভিএম-এর মাধ্যমে ভোট প্রদান সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে রিটার্নিং কর্মকর্তার এক মতবিনিময় সভায় একথা জানানো হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ তার কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন- জেলা সহকারি রির্টানিং কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাচন কমিশনের আইটি অফিসার মেজর মাজহারুল হাসান, স্কোয়াড্রন লিডার কাজী আরিফ, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, মো. সাখাওয়াত হোসেন, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, ভোটারদেরকে ‘ইভিএম’-এ ভোট প্রদান সম্পর্কে ধারনা দেয়ার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ‘ডেমোনেস্টেশন’ কার্যক্রম চলমান রয়েছে।
এসময় ভোটারদের স্ব-স্ব কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, শনিবার প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ‘মক (রিহার্সেল) ভোটিং’ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বাসস/সংবাদদাতা/২০৩১/এমকে